• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিনাটিকেটে ভ্রমণের দায়ে ৮শ জনকে দেড়লাখ টাকা জরিমানা

প্রকাশ:  ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:২২
ভৈরব প্রতিনিধি

ভৈরব রেলওয়ে ষ্টেশন জংশনে ব্লক চেকিংয়ের মাধ্যমে বিনা টিকেটে ভ্রমণকারী ৭’শ ৮৫জন ট্রেনযাত্রীর কাছ থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেন রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভৈরব স্টেশনে এ অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সর্দার শাহাদাৎ আলী। দিনব্যাপী অভিযানে সহযোগিতা করেন ভৈরব রেলওয়ে স্টেশন মাষ্টার অমৃত লাল সরকারসহ রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সর্দার শাহাদাৎ আলী বলেন, ভৈরব স্টেশনের উপর দিয়ে বিভিন্ন স্থানে যাতায়তকারী ১২টি আন্ত:নগর ট্রেনে বিনা টিকেটে ভ্রমনকারী ৭’শ ৮৫জন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা আদায় করা হয়। দিনব্যাপী এ অভিযানে রেলওয়ের ৪জন পরিদর্শকসহ ৩০ জন টিকেট চেকার অংশ নেয় বলে জানান তিনি।

পিবিডি/আরিফ

ভৈরব

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close