• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘দশ বছরে যে উন্নয়ন হয়েছে তা ৫০ বছরেও হয়নি’

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০১৮, ২২:০৮
ফরিদপুর প্রতিনিধি

গত ১০ বছরে যেই উন্নয়ন কাজ হয়েছে তা বিগত ৫০ বছরেও হয়নি বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (১১ বিকেলে ০ সদর উপজেলার চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

সম্পর্কিত খবর

    খন্দকার মোশাররফ বলেন, আমাকে আবারও নির্বাচিত করলে ফরিদপুরের কোনো ছেলেমেয়েকে আর উচ্চ শিক্ষার জন্য ফরিদপুরের বাইরে যেতে হবে না। ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করে দেব। ফরিদপুর মেডিকেল কলেজকেও মেডিকেল বিশ্ববিদ্যালয় করব।

    তিনি বলেন, ফরিদপুরে ঢাকার মতো ডিভিশনাল হেডকোয়ার্টার করব। সারাদেশের মধ্যে ফরিদপুরকে সবচেয়ে উন্নত জেলা হিসেবে গড়ে তুলব।

    এ সময় গত ১০ বছরে ফরিদপুরে কোনো ছিনতাই-রাহাজানি হয়নি বলেও দাবি করেন এলজিআরডি মন্ত্রী। শুধু উন্নয়নের জন্যই নয়, দেশে শান্তিপূর্ণভাবে বাস করতেও আওয়ামী লীগের বিজয় প্রয়োজন বলেও জানান তিনি।

    চাঁদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুন্নাহার মহিদের সভাপতিত্বে জনসভায় আরো কথা বলেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্যা, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন প্রমুখ।

    /অ-ভি

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close