• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজশাহীতে নৌকার পোস্টার পোড়ানোর অভিযোগে মামলা

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০১৮, ১২:২৫
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাঘায় নৌকার পোস্টার পোড়ানোর অভিযোগে মামলা হয়েছে। মামলায় বিএনপির ৩৭ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) উপজেলার বাউসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিপন আলী বাদি হয়ে বিএনপির কর্মী দৌলত আলী দরুকে প্রধান আসামি করে এই মামলা করেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগের বরাত দিয়ে তিনি বলেন, বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দিঘা বাজারে নৌকার পোস্টার টানানো ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা সেই পোস্টার নামিয়ে আগুনে পুড়িয়ে দেয়। এ সময় দিঘার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানতে পেরে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ৩৭ জনকে আসামি করে মামলা হয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বাউসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হোসেন সাংবাদিকদের বলেন, নৌকার পোস্টার পোড়ানোর বিষয়ে আমরা কিছুই জানি না। মামলা করে বিএনপির প্রচারণায় বাধা দেবার চেষ্টা করছে আওয়ামী লীগ।

একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণভাবে উভয় দল নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এ সময় বিএনপির নেতাকর্মীরা নৌকার প্রার্থী শাহরিয়ার আলম এমপির পোস্টার পুড়িয়ে দেয়।

পিবিডি/এসএম

রাজশাহী,মামলা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close