• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আশুলিয়ায় বাসচাপায় এএসআই নিহত

প্রকাশ:  ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:০৮
সাভার প্রতিনিধি

আশুলিয়ায় বাসচাপায় শাহ আলম নামের পুলিশের বিশেষ শাখার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছে।

সোমবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে জিরানী এলাকায় গ্রামীণ সেবা পরিবহন নামের একটি যাত্রীবাহি বাসের চাপায় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত পুলিশ সদস্য টাঙ্গাইলের কালিহাতী এলাকার শামসুল হকের ছেলে। তিনি আশুলিয়ার কুরগাও এলাকায় থেকে ওই এলাকায় এএসআই পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ জানায়, সোমবার মোটরসাইকেল করে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে জিরানীর উদ্দেশ্যে রওনা দেয়। পরে দুপুরের দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকায় পৌঁছালে পেছন থেকে ছেড়ে আসা গ্রামিণ পরিবহন নামে একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পাশের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাস এবং বাসের চালক কোনও কিছুই আটক করা সম্বভ হয়নি। আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

/এসএফ

আশুলিয়া

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close