• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

নির্বাচনকে কেন্দ্র করে পাঁচদিন রোজা রাখবেন চট্টগ্রামের ভোটাররা

প্রকাশ:  ২৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৯
চট্টগ্রাম প্রতিনিধি

এটা পবিত্র মাহে রমযান মাস নয়। তবুও রোজা রেখেছেন বৃহত্তর চট্টগ্রামের নারী-পুরুষরা। কারণ তারা চান রক্তপাতহীন নির্বাচন। এ জন্যই নফল ইবাদাতে নিজেদের নিয়োজিত রেখেছেন এ এলাকার ভোটাররা। আগামী ৫ দিন এভাবে রোজা রাখবেন বলেও জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা পলিন রহমান বলেন, তার পরিবারে মা, স্ত্রী, ছেলে- মেয়েসহ ৭ সদস্য রয়েছেন। তার মধ্যে ৫ জনই রোজা রেখেছেন দেশের সাধারণ মানুষের শান্তি ও সুস্থতা কামনায়।

অক্সিজেন এলাকার বাসিন্দা সম্রাট কবীর বলেন, রাজনীতি কখনও করিনি, এখন আর রাজনীতি নিয়ে কথা বলতেও চাই না। তবে দেশের মানুষ যাতে আর কষ্ট না পান এই জন্য তার পরিবারের চারজন এক সপ্তাহ রোজা রাখার মান্নত করেছেন। শুক্রবার থেকে তারা রোজা পালন শুরু করেছেন।

একইভাবে হালিশহর, আগ্রবাদ, ইপিজেড বন্দর, পাহাড়তলী ও দেওয়ানহাট এলাকায় ভোটকে সামনে রেখে রোজা রাখার খবর পাওয়া গেছে।

পিবিডি/রবিউল

চট্টগ্রাম

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close