• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করবো: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০১৯, ১৭:০৫ | আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৭:১৭
কুড়িগ্রাম প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থাকা সত্বেও সারাদেশে যেভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ঝরে পড়ছে তা যেকোন ভাবেই হোক রোধ করার বিষয়ে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ব্যাপারে শিক্ষা বিভাগসহ প্রশাসনের সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, আমি একজন নতুন মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তার নির্দেশনা অনুযায়ী প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করবো।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজরদেও সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী হতদরিদ্র কুড়িগ্রাম জেলার মানুষকে অত্যন্ত ভালবাসেন। তাদের উন্নয়নের কথা চিন্তা করে আমাকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এ মন্ত্রণালয় যাতে সঠিকভাবে পরিচালনা করতে পারি এজন্য আপনাদের সহযোগিতা চাই।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের নবনির্বাচিত এমপি আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-২ আসনের জাপা এমপি পনির উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিমসহ জেলা আওয়ালীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।

পিডিবি/জিএম

প্রাথমিক,শিক্ষা,প্রতিমন্ত্রী,প্রতিমন্ত্রী জাকির হোসেন,কুড়িগ্রাম

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close