• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

আখাউড়া স্টেশনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০১৯, ১৬:৩৯
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় টিকেট ছাড়া ট্রেনে ভ্রমনের দায়ে ২৯ জনকে জরিমানা করে আদালত। আদালত পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপ-সচিব মো: নূরে আলম সিদ্দিকী৷ এসময় তিন হাজার ২৪০ টাকা জরিমানা আদায় করা হয়।

আখাউড়া ষ্টেশন সুপার মো. খলিলুর রহমান জানান, আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় বিনা টিকেটে ট্রেন ভ্রমনের দায়ে ২৯জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদের প্রত্যেককে গন্তব্যের নির্দিষ্ট ভাড়া দন্ডাদেশ প্রদান করেন।

সম্পর্কিত খবর

    বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপ-সচিব মো: নূরে আলম সিদ্দিকী বলেন, পূর্বাঞ্চল রেলপথের বিভিন্ন ষ্টেশনে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

    পিবিডি/ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close