• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

নারায়ণগঞ্জে জামাতার হাতে শ্বশুর খুন

প্রকাশ:  ২১ জানুয়ারি ২০১৯, ২৩:৪৪ | আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০২:২৮
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে জামাতার হাতে শ্বশুর খুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকায় এ হত্যাকান্ড ঘটে। এ ঘটনায় নিহত ওয়াহাব মিয়ার জামাতা অভিযুক্ত আলমগীর হোসেনকে পুলিশ আটক করেছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত প্রায় তিন মাস আগে আলীগঞ্জর এলাকার বাসিন্দা ওয়াহাব মিয়ার মেয়ে শাহনাজ আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয় ফতুল্লার দাপা এলাকার আলমগীর হোসেনের সাথে। বিয়ের কয়েকদিন পর থেকেই আলমগীর মাদক সেবন করে বাড়ি ফিরতো আর যৗতুকের দাবিতে শাহনাজকে নির্যাতন করতো। এ কারনে শাহনাজ বিয়ের এক মাস পরই তার বাবার বাড়িতে চলে আসেন এবং নারায়ণগঞ্জের আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার বিকেলে পুলিশ আলমগীরকে না পেয়ে তার বাবা আব্দুস সাত্তারকে আটক করে। এ ঘটনার খবর পেয়ে আলমগীর শশুরবাড়িতে গিয়ে উত্তেজিত হয়ে তার স্ত্রী শাহনাজের সাথে ঝগড়া শুরু করে। এসময় শাহনাজের বাবা ওয়াহাব মিয়া বাধা দিলে আলমগীর ধারালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করে।

পরে স্থানীয়রা এসে আলমগীর হোসেনকে আটক করে এবং ছুরিকাহত ওয়াহাব মিয়াকে গুরুতর অবস্থায় শহরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা ঘোষণা করেন।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, হত্যাকান্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত আলমগীরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পিবিডি/ হাসনাত

খুন,শ্বশুর,জামাতা,নারায়ণগঞ্জ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close