• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জামালপুরের ইয়াবা ব্যবসায়ী খলিল র‌্যাবের হাতে গ্রেপ্তার

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৯, ০৩:০১ | আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০৪:০০
নিজস্ব প্রতিবেদক
ছবি- প্রতিবেদক

জামালপুর সদর উপজেলায় ৯৮ পিস ইয়াবা বড়ি ও ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৫০০ টাকাসহ মীর মো. খলিলুর রহমান (৫২) নামের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উত্তর কৈডোলা বাজার এলাকা থেকে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী স্থানীয় মীর মো. হাসেন আলীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের উপপরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে পাঁচটার দিকে শাহবাজপুর ইউনিয়নের উত্তর কৈডোলা বাজার চার রাস্তার মোড়ে অভিযান চালায়। সেখানে একটি চায়ের দোকানের সামনে থেকে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী মীর মো. খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাস্থলেই স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি করে তার গায়ের জ্যাকেটের বুকের পকেট থেকে ৯৮টি ইয়াবা বড়ি এবং ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৫০০ টাকা জব্ধ করা হয়।

ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ২৯ হাজার ৪০০ টাকা।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের উপপরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এ প্রসঙ্গে জানান, গ্রেপ্তার মীর মো. খলিলুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করে রাতেই তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

পিবিডি/ হাসনাত

র‌্যাব,ইয়াবা ব্যবসায়ী,জামালপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close