• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

পশ্চিম তীরে ফিলিস্তিনি স্কুল শিক্ষককে হত্যা

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০১৯, ০৯:২২
আন্তর্জাতিক ডেস্ক

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে একজন বসতি স্থাপনকারী ট্রলি চাপা দিয়ে একজন ফিলিস্তিনি শিক্ষককে হত্যা করেছে। পশ্চিম তীরের বেথেলহাম শহরের দক্ষিণ-পূর্বে ‘তুকু’ বসতির কাছে গতকাল (বৃহস্পতিবার) এ হত্যাকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানিয়েছে, একজন উগ্র ইসরাইলি বসতি স্থাপনকারী বৃহস্পতিবার সকালে ৪২ বছর বয়সি ফিলিস্তিনি শিক্ষক ফাতিমা মোহাম্মাদ সোলায়মানকে তার বাসভবনের সামনে ট্রাকচাপা দিয়ে পালিয়ে যায়।

ওই ইসরাইলি প্রথমে ফিলিস্তিনি শিক্ষকের গাড়িতে ধাক্কা দেয়। এ সময় ফাতিমা গাড়ি থেকে নীচে নেমে গাড়ির ক্ষতি পর্যবেক্ষণ করতে গেলে ওই বসতি স্থাপনকারী চালক তার ট্রাকটিকে ফাতিমার শরীরের ওপর দিয়ে চালিয়ে দেয়।

উল্লেখ্য, জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকায় নানা অজুহাতে ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে ইসরাইলী সেনারা। সেইসঙ্গে উগ্র ইহুদিবাদীরাও ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের পাশবিক আচরণ চালিয়ে যাচ্ছে।

পিবিডি/রবিউল

জর্দান নদী,পশ্চিম তীর,ফিলিস্তিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close