• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাপের ভয়ে ঘরবন্দি দেশের প্রেসিডেন্ট!

প্রকাশ:  ২০ এপ্রিল ২০১৯, ০১:১১
আন্তর্জাতিক ডেস্ক

সাপের উপদ্রবে বাসায় আটকা পরেছেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ উইয়াহ। আর এই কারণে তিনি বাসা থেকেই সারছেন প্রেসিডেন্টের সব কাজ। প্রেসিডেন্টের কার্যালয়ে যাওয়া একেবারে বন্ধ। তিনি গতকয়েকদিন ধরেই এক প্রকার গৃহবন্দিই রয়েছেন।

প্রেসিডেন্টের অফিসের রিসেপশনের পাশের দেওয়ালের গায়ে ছিল একটি ছোট গর্ত। সেই গর্ত থেকে দু'টি কালো সাপ বেরোতে দেখা গেলে ব্যাপক হইচই পড়ে যায়।

সম্পর্কিত খবর

    এদিকে প্রেসিডেন্টের ডেপুটি প্রেস সেক্রেটারি স্মিথ টোবি জানান, যতদিন না গোটা অফিস বাড়ির নিরাপত্তা পুনর্বিবেচনার কাজ শেষ হচ্ছে, ততদিন অফিসে আসবেন না প্রেসিডেন্ট উইয়াহ।

    লাইবেরিয়ায় বেশ কিছু বিষাক্ত সাপের বসবাস। স্বাভাবিকভাবেই দেশের প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না কেউ।

    শেষ খবর অনুযায়ী, সোমবারই কাজে ফিরবেন সাবেক ফুটবলার উইয়াহ। নিরাপত্তা যাচাইয়ের কাজ প্রায় শেষ।

    ১৯৯৫ সালে আফ্রিকার প্রথম ফুটবলার হিসেবে ফিফার বর্ষসেরা খেলোয়াড় হন তিনি। এখনো আফ্রিকার আর কোনো ফুটবলার এই স্বীকৃতি পাননি। ২০১৮ সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসাবে যাত্রা শুরু হয় জর্জ উইয়াহর।

    জর্জ উইয়াহ রাজনীতিতে আসার আগে ছিলেন একজন জনপ্রিয় ফুটবলার।

    পিবিডি/এআইএস

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close