• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

শ্রীলঙ্কার মানুষের পাশে রয়েছে ভারত: মোদি

প্রকাশ:  ২১ এপ্রিল ২০১৯, ১৫:৫৪
আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলঙ্কার গির্জা ও হোটেলের বিস্ফোরণে কড়া সমালোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২১ এপ্রিল) টুইটে প্রধানমন্ত্রী জানান, এই পৃথিবীতে এমন কোনও জায়গা নেই যে বর্বোরচিত সন্ত্রাসে আক্রান্ত হয়েছে। শ্রীলঙ্কার মানুষের পাশে রয়েছে ভারত।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন মোদি।

সম্পর্কিত খবর

    এর আগে সকালে পৌনে ৯টার দিকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সেন্ট অ্যান্টনি গির্জা, রাজধানীর বাইরে নেগম্বো শহরের সেন্ট সাবেস্টিয়ান-সহ আর একটি গির্জা বিস্ফোরণ হয়। পাশাপাশি আরও ৩টি হোটেলেও বিস্ফোরণ হয়।

    শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮৫ জনের মৃত্যুর খবর মিলেছে। কমপক্ষে ৪ শতাধিক জন হাসপাতালে চিকিত্সাধীন।

    এই ঘটনায় রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপলা সিরিসেনা। তিনি নাগরিকের উদ্দেশে বলেন, রীতিমতো স্তব্ধ আমি। দেশবাসীকে শান্ত ও ধৈর্য থাকার বার্তা দেন তিনি।

    এই ঘটনার কড়া সমালোচনা করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে। যেকোনো ষড়যন্ত্রমূলক খবর এবং গুজব এড়িয়ে যাওয়ার বার্তা দেন বিক্রমাসিঙ্ঘে।

    নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে কড়া নিন্দা করে বলেন, যেকোনো ধরনের হিংসা গ্রহণযোগ্য নয়।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close