• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

সিরিয়া সীমান্তে ২৭ মাদক পাচারকারীকে হত্যা 

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০২২, ১৯:৪০ | আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ২০:১৫
আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়া থেকে মাদক নিয়ে জর্ডানে প্রবেশের সময় সেনা সদস্যদের গুলিতে ২৭ পাচারকারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জর্ডান সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে একথা জানানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

ওই ঘটনার পর বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে জর্ডানের সেনাবাহিনী। সিরিয়ার ট্রাকে ভর্তি করে জর্ডানের মূল সীমান্ত ক্রসিং এর ভেতর দিয়ে এসব মাদক উপসাগরীয় অঞ্চলে নেওয়ার চেষ্টা চলছিল বলে জানিয়েছে সেনাবাহিনী।

জর্ডানের কর্মকর্তারা বলছেন, ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গ্রুপ এবং দক্ষিণ সিরিয়া নিয়ন্ত্রণকারী বিভিন্ন গোষ্ঠী এসব মাদক পাচারের সঙ্গে জড়িত। তবে এই অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ।

সেনাবাহিনীকে উদ্ধৃতি দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। তবে ওই মাদক পাচারকারীদের কোথায় হত্যা করা হয়েছে বা এ সংক্রান্ত কোনো ছবি সেনাবাহিনী প্রকাশ করেনি।

জাতিসংঘের মাদক বিশেষজ্ঞরা বলছেন, উপসাগরীয় অঞ্চলে পাচার হওয়া মাদকের অন্যতম উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে এক দশকের গৃহযুদ্ধ জর্জরিত সিরিয়া। এসব মাদক জর্ডান, ইরাক এবং ইউরোপে পাচার হয়ে থাকে বলে দাবি তাদের।


পূর্বপশ্চিম/এএন

সিরিয়া,জর্ডান,মাদক কারবারি,নিহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close