• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যান্ত্রিক ত্রুটির কারণে নাসার চন্দ্রাভিযান স্থগিত 

প্রকাশ:  ২৯ আগস্ট ২০২২, ২১:০৬ | আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২১:০৯
পূর্বপশ্চিম ডেস্ক

যান্ত্রিক ত্রুটির কারণে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে নাসার চন্দ্র অভিযানের রকেট উৎক্ষেপন স্থগিত করা হয়েছে। অভিযানের পরিচালক চার্লি ব্লাকওয়েল থমসন ইঞ্জিন ব্লেড ইস্যুজনিত কারণে অভিযান স্থগিত করেন।

রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে এ রকম কারিগরি ত্রুটি নতুন কিছু নয়। তাই বিকল্প উৎক্ষেপণ দিন হিসেবে আগেই ২ ও ৫ সেপ্টেম্বর দুটি সময় ভেবে রেখেছে নাসা। খবর বিবিসির।

নাসার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও নতুন রকেটটি সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৩ মিনিট) পরীক্ষামূলক অভিযানে যাওয়ার কথা ছিল। কিন্তু চারটি বিশাল ইঞ্জিনের একটি ইঞ্জিন কারিগরি ত্রুটিতে পড়ে।

অ্যাপোলো মিশনে চাঁদের বুকে অবতরণের ৫০ বছর পর আবারও মানুষকে চাঁদে নিয়ে যেতেই নাসার এই অভিযান। যার নাম দেওয়া হয়েছে মিশন আর্টেমিস। এ অভিযানকে নাসার মঙ্গল গ্রহে মানবযাত্রার পূর্ব প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

নাসা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close