• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তানজানিয়ায় লেকে আছড়ে পড়লো প্লেন, উদ্ধার ২৬ 

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০২২, ১৮:৪৯
আন্তর্জাতিক ডেস্ক

তানজানিয়ার ভিক্টোরিয়া লেকে আছড়ে পড়লো প্রিসিশন এয়ারের একটি প্লেন। বুকোবার বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে প্লেনটি আছড়ে পড়ে। প্লেন থেকে এখন পর্যন্ত ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। তবে কেউ নিহত হয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়।

রোববার (৬ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তানজানিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিবিসির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেসিশন এয়ার (এটিআর ৪২-৫০০) নামে ফ্লাইটটিতে ৪৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২৬ জনকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তারা জানান, যারা নিখোঁজ আছেন, তাদের খোঁজে উদ্ধারকর্মী ও স্থানীয় জেলেরা কাজ চালিয়ে যাচ্ছেন।

প্লেনটি তানজানিয়ার সবচেয়ে বড় শহর দাস এস সালাম থেকে মওয়ানজা হয়ে বুকোবাতে যেতে উড্ডয়ন করেছিলো। আকাশে ওঠার পর এটি ঝড় ও ভারী বৃষ্টির সম্মুখীন হয়।

এ ঘটনায় ক’জন আহত হয়েছেন বা নিহতের সংখ্যা কতো, সে ব্যাপারে কিছু জানায়নি তানজানিয়ান কর্তৃপক্ষ।

ঘটনার পর প্লেনটি লেকের পানিতে ডুবে যায়। পানির পর শুধুমাত্র সেটির বাদামী ও সবুজ রঙের লেজের পাখনা দেখা যাচ্ছিলো। প্লেনটিকে আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া থেকে বের করে আনার চেষ্টা করছে সংশ্লিষ্টরা।

শীর্ষ আঞ্চলিক কর্মকর্তা আলবার্ট চালামিলা বলেন, আমরা দেখতে চাচ্ছি প্লেনটির ল্যান্ডিং গিয়ার আটকে আছে কিনা। আমরা প্লেনটিকে পানি থেকে তুলে আনতে আরো প্রযুক্তিগত সহায়তা নেবো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

উদ্ধার,লেক,প্লেন,তানজানিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close