• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইরানের সামরিক কারখানায় ড্রোন হামলা 

প্রকাশ:  ২৯ জানুয়ারি ২০২৩, ১৩:২৯
আন্তর্জাতিক ডেস্ক

ইরানে কেন্দ্রীয় ইসফাহান প্রদেশের এক সামরিক কারখানায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৯ জানুয়ারি) তেহরানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর সিএনএনের।

ইরানি সংবাদ সংস্থার বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, হামলার কারণে জোরে বিস্ফোরণ ও আলোর ঝলকানি দেখা দিয়েছে। গোলাবারুদের এক কারখানায় ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে জরুরি পরিবহন ও আগুন নির্বাপক ট্রাক দেখা গেছে।

ইসফাহান প্রশাসনিক বিভাগের নিরাপত্তা উপপ্রধান মোহাম্মদ রেজা জান-নেসারি দেশটির আধা সরকারি ফার্স নিউজ এজেন্সিকে জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি সামরিক কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছে।

তবে তিনি দাবি করেছেন, বিস্ফোরণে সামান্য ক্ষতি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আইআরএনএ পরবর্তীতে জানায়, ছোট ড্রোন দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১০ টায় এ হামলা চালানো হয়েছে। তবে কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের বেশকিছু স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।

তবে গার্ডিয়ানের পক্ষ থেকে এসব রিপোর্টের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে। এছাড়া ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোন হামলাকে ব্যর্থ বলে উল্লেখ করেছেন।

ইরান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close