• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

রমজানে গান চালানোর অভিযোগে রেডিও স্টেশন বন্ধ 

প্রকাশ:  ০২ এপ্রিল ২০২৩, ১২:৫২
আন্তর্জাতিক ডেস্ক

রমজানে গান চালানোর দায়ে উত্তর-পূর্ব আফগানিস্তানে অবস্থিত একটি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে তালেবান সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রেডিও স্টেশনটির নাম সাদাই বানোয়ান। দারি ভাষায় যার অর্থ হলো নারীদের কণ্ঠস্বর। ১০ বছর আগে চালু হওয়া রেডিও স্টেশনটির ৮ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৬ জনই নারী।

আফগানিস্তানের বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক অধিদফতরের পরিচালক মুইজউদ্দিন আহমাদি বলেন, রেডিও স্টেশনটি ইসলামিক আমিরাতের আইন এবং বিধি ভঙ্গ করেছে। তারা পবিত্র রমজানে বেশ কয়েকবার গান-বাজনা চালিয়েছে। তারা আইন লঙ্ঘন করায় স্টেশনটিকে বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি বলেন, যদি রেডিও স্টেশনটি নিশ্চয়তা দেয় যে তার এ ধরণের ভুলের পুনরাবৃত্তি করবে না এবং তারা ইসলামি আমিরাতের আইন মেনে চলবে তবে তাদের আবারও সম্প্রচারের অনুমতি দেয়া হবে।

রেডিও স্টেশনটির প্রধান নাজিয়া সরোশ জানান, তারা কোনো আইন লঙ্ঘন করেননি। তিনি বলেন, স্টেশনটি বন্ধের কোনো প্রয়োজন ছিলো না এবং এটি একটি ষড়যন্ত্র।

নাজিয়া সরোশ বলেন, তালেবান আমাদের বলেছে যে আমরা সঙ্গীত সম্প্রচার করেছি। কিন্তু আমরা কোনো ধরনের সঙ্গীত সম্প্রচার করিনি।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং পাপ ও পূণ্য বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধিরা স্টেশনে এসে তা বন্ধ করে দেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আফগানিস্তান,বন্ধ,রেডিও স্টেশন,রমজান,গান,অভিযোগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close