নাইজেরিয়ায় নৌকা ডুবে শতাধিক মানুষ নিহত

নাইজেরিয়ার কোয়ারা রাজ্যে নৌকা ডুবে শতাধিক মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেশী নাইজার রাজ্যে একটি বিয়ের অনুষ্ঠান শেষে অতিথিদের বহনকারী নৌকাটি কাওয়ারা রাজ্যের দিকে যাচ্ছিলো। তবে স্থানীয় রাজ্য পুলিশ এবং গভর্নরের কার্যালয় এ দুর্ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
কোয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকাসানমি আজাই বলেন, এখন পর্যন্ত আমরা ১০৩ জনের মরদেহ উদ্ধার করেছি। এছাড়া আরো শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার ও তল্লাশি অভিযান এখনো চলছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
গত মাসেও এ ধরনের একটি দুর্ঘটনায় ১৫ শিশু নিহত হয় এবং আরো ২৫ জন নিখোঁজ হয়। ওই শিশুরা কাঠ সংগ্রহ করতে যাওয়ার পথে উত্তর-পশ্চিম সোকোটো রাজ্যে তাদের বহনকারী নৌকা উল্টে যায়।
প্রায় এক বছর আগে পাশের গ্রামের আরো ২৯ শিশু একই নদীতে ডুবে মারা যায়। ওই শিশুরাও তাদের পরিবারের জন্য কাঠ সংগ্রহ করতে গিয়েছিলো।
পূর্বপশ্চিমবিডি/এসএম