সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১০, আহত ২০

সোমালিয়ায় আবাসিক এলাকার একটি নিরাপত্তা চৌকিতে ট্রাকে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও আহত হয়েছেন আরো ২০ জন। শনিবার (২৩ সেপ্টেম্বর) মধ্য সোমালিয়া শহরের বেলেদউইনে এ ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপে কেউ আটকে আছেন কিনা, তল্লাশি চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা।
সম্পর্কিত খবর
এ ঘটনায় পুলিশ কর্মকর্তা আহমেদ আদেন রয়টার্সকে বলেন, আমি এখন পর্যন্ত সেনা ও সাধারণ মানুষসহ ১০ জন নিহত হতে দেখেছি। আহতও হয়েছে অনেকে। নিহতের সংখ্যা বাড়ছে।
বোমা হামলায় নিরাপত্তা চৌকি ও আশপাশের দোকানপাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানান তিনি।
হামলায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, জঙ্গিগোষ্ঠী আইএস অথবা আল শাবাব ঘটিয়ে থাকতে পারে। এই দুটি সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে সোমালিয়ায়। সূত্র: আল-জাজিরা।
পূর্বপশ্চিমবিডি/এসএম