Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textইউরোপে ঝড় তুলেছে নগ্ন রেস্তোরাঁ। এবার আসছে নগ্ন পার্ক। তবে ইউরোপে নয়, এমন পার্ক তৈরি হচ্ছে এবার ব্রাজিলে।
নাম ‘ইরোটিকা ল্যান্ড’। নাম শুনেই বোঝা যাচ্ছে অপর্যাপ্ত যৌনতার ছড়াছড়ি থাকবে এই পার্কে। নগ্ন হয়ে ঢুকতে হবে এই রেস্তোরাঁয়। নানা ‘জয় রাইড’–এর পাশাপাশি থাকবে অসংখ্য কামোদ্দীপক মূর্তি।
২০১৮ সালের শেষের দিকে পিরাসিবাকা এলাকায় তৈরি হবে এই পার্ক। সাও পাওলো লাগোয়া এই শহর এমনিতেই রঙিন নৈশজীবনের জন্য বিখ্যাত। তার মধ্যে এই পার্ক শহরে পর্যটকদের কাছে এক নতুন আকর্ষণ হয়ে উঠবে। পার্কে থাকছে কামোদ্দীপক সেভেন ডি সিনেমা দেখার ব্যবস্থা। পার্কের ঠিক মাঝাখানে থাকবে একটি সুইমিং পুল। সেখানে চলবে খানাপিনা ও জলকেলির ব্যবস্থা।
তবে এই পার্কে কঠোরভাবে নিষিদ্ধ অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ। সঠিক ও স্বাস্থ্যসম্মতভ উপায়ে যৌনতার অভ্যাস গড়ে তুলতে একটি কর্মশালাও চলবে এই পার্কে। প্রত্যাশিতভাবেই পার্কের প্রবেশমূল্য বেশ চড়া ১০০ ডলার।