• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

রাম রহিমের ভক্তের ডেরায় মধুচক্রের আসর

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০১৮, ১৫:৫৮ | আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৮:৫২
আন্তর্জাতিক ডেস্ক

কোলকাতায় রাম রহিমের ভক্তের ডেরায় মধুচক্রের রমরমা আসর। বড়বাজারের একটি বহুতলে ২৬টি কুঠুরিতে দেহ ব্যবসা চলতো বলে অভিযোগ। বাড়ি মালিক অভিযুক্ত প্রমোদ সিংহানিয়া পলাতক রয়েছন।

বড়বাজার থানার উল্টোদিকে ৪ তলা বাড়িতে মধুচক্র চলতো বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ, বহুতলের ২৬টি কুঠুরিতে চলতো দেহব্যবসা। পুলিশ আসলে পালানোর জন্য বহুতলে রয়েছে গোপন সুড়ঙ্গও।

সম্পর্কিত খবর

    স্থানীয়রা জানিয়েছেন, নিজেকে রাম রহিমের ভক্ত বলে দাবি করতেন অভিযুক্ত প্রমোদ সিংহানিয়া। প্রতিদিনই নিত্যনতুন যুবক-যুবতীদের যাতায়াত ছিল। তাতেই সন্দেহ হয় তাদের। এরপর ২৫ তারিখ বহুতলের একটি কুঠুরিতে দেহব্যবসা চলার সময় হাতেনাতে প্রমাণ পান তারা। কুঠুরির ভাঙা দরজা দিয়ে আপত্তিকর অবস্থায় দেখতে পান যুগলকে। এরপর তল্লাশি চালাতে বাকি গোপন কুঠুরিগুলি উদ্ধার হয়।

    স্থানীয় বাসিন্দাদের আরো অভিযোগ, সেদিন ওই বাড়িতে প্রমোদ সিংহানিয়াকেও দেখতে পেয়েছিলেন তারা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই বাড়ি থেকে সে উধাও হয়ে যায়। আরও তল্লাশি চালাতে ওই বাড়িতে গোপন সুড়ঙ্গ দেখতে পান স্থানীয়রা। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন স্থানীয়রা।

    সূত্র: জিনিউজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close