• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অ্যামাজন জঙ্গলে অভিযান, নতুন প্রজাতির পাখি আবিষ্কার

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০১৮, ১৭:০১
আন্তর্জাতিক ডেস্ক

সম্পূর্ণ নতুন সঙ্কর প্রজাতির একটি পাখি আবিষ্কার করলেন প্রাণীবিজ্ঞানীরা। পাখিটিকে উদ্ধার করা হয়েছে অ্যামাজনের জঙ্গল থেকে। অ্যামাজন অভিযানে গিয়ে একদল বিজ্ঞানী আবিষ্কার করেছেন এই পাখিটিকে।

৪৫ বছর পরে অ্যামাজন অববাহিকা থেকে কোনও নতুন প্রজাতির পাখি আবিষ্কার করা হল। বিজ্ঞানীরা জানাচ্ছেন, অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে তাও মাঝে মাঝে কিছু নতুন সংকর প্রজাতি তারা আবিষ্কার করে থাকেন। কিন্তু মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এমন ঘটনা সত্যিই অতি বিরল।

সম্পর্কিত খবর

    পাখিটির জিন পরীক্ষা করে দেখা গেছে, ম্যানাকিন শ্রেণির দু’‌টি প্রজাতির মধ্যে সঙ্করায়নের ফলে তৈরি হয়েছে নতুন এই প্রজাতি। স্নো-ক্যাপড ম্যানাকিন ও ওপাল ক্রাউনড ম্যানাকিন নামে এই দুই প্রজাতির শঙ্করায়ন হয়েছিল প্রায় দু’‌লক্ষ বছর আগে। বিজ্ঞানীদের মতে আলাস্কা ও মেরু অঞ্চলে গ্রিজলি ভল্লুক ও পোলার ভল্লুকের শঙ্কর দেখতে পাওয়া যায়। শঙ্কর প্রাণীরা আবার নিজেদের মধ্যে প্রজননের মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি করে।

    আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রেড উল্‌ফ, আটলান্টিকের ক্লেমিন ডলফিনের মধ্যেও সংকর প্রজাতির নজির রয়েছে।

    সূত্র: আজকাল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close