• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের ব্যারিকেড

প্রকাশ:  ১৮ আগস্ট ২০১৮, ১৫:৩৬
আন্তর্জাতিক ডেস্ক

জেরুজালেমের হারাম-আল-শরিফে অবস্থিত মুসলমানদের প্রাচীন স্থাপনা আল-আকসা মসজিদ প্রাঙ্গণ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। শুক্রবার ওল্ড সিটিতে এক ফিলিস্তিনি ইসরাইলী পুলিশদের একটি দলকে ছুড়িকাঘাত করার চেষ্টা চালানোর থেকে এই পদক্ষেপ নিয়েছে ইসরাইল।

হামলাকারী ফিলিস্তিনির বয়স ৩০ বছর। তিনি উম আল-ফাহাম শহরের বাসিন্দা। তাকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়। এছাড়া আর কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যম অনুসারে, ঘটনার পর ইসরাইলী বাহিনী বলপ্রয়োগ করে মসজিদ থেকে প্রার্থনাকারীদের বের করে দেয় ও জনসাধারণের জন্য ওল্ড সিটির প্রবেশদ্বার বন্ধ করে দেয়।

ইসরাইলী বাহিনীর এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় শুক্রবার প্রবেশদ্বারের বাইরে আসরের নামাজ আদায় করেন কয়েকশ’ ফিলিস্তিনি।

এদিকে তেল আবিবের এমন শক্তি প্রয়োগে উদ্ভূত পরিস্থিতির দায়ভার ইসরাইলকে বহন করতে হবে বলে হুশিয়ার করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। উল্লেখ্য, মুসলিমদের জন্য আল-আকসা হচ্ছে মক্কা ও মদিনার পর তৃতীয়তম পবিত্র স্থান। মুসলিম বিশ্বাস অনুসারে, এখান থেকেই পবিত্র মিরাজের রাতে ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা করেন যাত্রা করেছিলেন মহানবী মোহাম্মদ (সা)।

আল-আকসা মসজিদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close