• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

গুরু-শিষ্যের দেশ ভারত: মমতা

প্রকাশ:  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৯
স্পোর্টস ডেস্ক

সারা ভারতবর্ষ জুড়ে বুধবার (০৫ সেপ্টেম্বর) পালিত হচ্ছে শিক্ষক দিবস। সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতবর্ষকে গুরু-শিষ্যের দেশ বলে অভিহিত করেছেন।

তিনি বলেছেন, ভারতবর্ষ বহু যুগ ধরে গুরু-শিষ্যর ঐতিহ্য বহন করে চলেছে। শিক্ষকরাই হচ্ছেন আমাদের গুরু। ভারতবর্ষ থেকেই গুরু শিষ্যের ঐতিহ্য ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। নিজের টুইটারে এই কথা লিখেছেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, তার সরকার ইতিমধ্যে শিক্ষা রতন সম্মান প্রদান করার কাজ শুরু করেছে। যে সমস্ত শিক্ষকেরা শিক্ষা জগতে বিশেষ অবদান রাখতে সক্ষম হবেন তাদের এই পুরস্কার প্রদান করা হবে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও বলেন, ‘আজকের দিনে সরকার চালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির যে সমস্ত শিক্ষক বিশেষ অবদান রাখতে সক্ষম হয়েছেন তাদের এই শিক্ষা রতন পুরস্কার প্রদান করা হবে।

শিক্ষকদের অবদানের জন্য তারা যে বিশেষ সম্মান লাভের অধিকারী এদিন সেটাই প্রমাণ করে। সূত্র: আজকাল।

/অ-ভি

পশ্চিমবঙ্গ,মুখ্যমন্ত্রী,মমতা ব্যানার্জি,ভারত,গুরু-শিষ্য
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close