• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

প্রকাশ:  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৪
আন্তর্জাতিক ডেস্ক

একই লাইনে মুখোমুখি দু’টো ট্রেন। শেষ পর্যন্ত চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ জসিডি প্যাসেঞ্জার এবং ডাউন হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। বুধবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে ভারতের পাতিপুকুর রেলস্টেশনের কাছে এই ঘটনা ঘটে।

কীভাবে একই লাইনে মুখোমুখি চলে আসলো দু’টি ট্রেন? রেল সূত্র জানায়, রাত ১০টা ২৫ মিনিটে ৫৩১৩৯-আপ জসিডি প্যাসেঞ্জার কলকাতা স্টেশন থেকে ছেড়ে যায়। সিগন্যালের সমস্যা থাকায় ট্রেনটিকে এক নম্বর লাইনের পরিবর্তে চক্র রেলের লাইন দিয়ে পাস করানোর চেষ্টা করা হয়। কিন্তু সেই লাইনেই রাত সাড়ে ৯টা থেকে দাঁড়িয়েছিল কলকাতা স্টেশনগামী ডাউন হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস।

আপ জসিডি প্যাসেঞ্জারের গতি বেশি না থাকায় একই লাইনে উল্টোদিকে আরও একটি ট্রেন দাঁড়িয়ে আছে বুঝতে পেরেই ব্রেক চাপেন জসিডি প্যাসেঞ্জারের চালক। প্যাসেঞ্জার ট্রেনের চালকের উপস্থিত বুদ্ধির জেরেই এড়ানো গেছে বড়সড় দুর্ঘটনা।

চালকের তৎপরতাতেই শেষ পর্যন্ত রক্ষা পান যাত্রীরা। দীর্ঘ ৩৫ মিনিট একই লাইনে মুখোমুখি দাঁড়িয়ে থাকে ট্রেন দু’টি। তারপর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। একই লাইনে মুখোমুখি দু’টি ট্রেন কীভাবে আসলো এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি কলকাতা স্টেশনের ডেপুটি ম্যানেজার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল।

/অ-ভি

ট্রেন,ভারত,কলকাতা,রক্ষা,যাত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close