• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেনের মৃত্যু

প্রকাশ:  ১৬ অক্টোবর ২০১৮, ১৩:৩৩ | আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৪:১২
আন্তর্জাতিক ডেস্ক

নন-হজকিন্স লিম্ফোমা নামের ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সে মারা গেছেন মাইক্রোসফট কর্পোরেশনের সহপ্রতিষ্ঠা পল অ্যালেন।

সোমবার (১৫ অক্টোবর) বিকেলে দেওয়া এক বিবৃতিতে অ্যালেনের বোন জোডি তার মৃত্যু নিশ্চিত করেন।

তার মৃত্যুতে মাইক্রোসফটের আরেক সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, `আমার অন্যতম পুরনো ও প্রিয় বন্ধুর মৃত্যুতে ভীষণ আঘাত পেয়েছি। সে না থাকলে পার্সোনাল কম্পিউটিং সম্ভব হতো না। তার আরও সময় থাকা উচিৎ ছিল। বিশ্বকে আরও অনেক কিছু দেয়া বাকি ছিল তার।'

উল্লেখ্য, ২০০৯ সালে একবার এই রোগের চিকিৎসা নিয়েছিলেন অ্যালেন। তারপর থেকে আর তেমন কোন জটিলতা না দেখা গেলেও মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে রোগটির আবার ফিরে আসে। তবে তিনি ও তার চিকিৎসক রোগটির চিকিৎসার ব্যাপারে আশাবাদী ছিলেন।

-এসএমএ

মাইক্রোসফট,পল অ্যালেন,বিল গেটস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close