• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে ১৭ হাজার অভিবাসী আটক

প্রকাশ:  ২৫ অক্টোবর ২০১৮, ১৬:২৬
আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে প্রায় ১৭ হাজার জনকে গ্রেফতার করেছে সীমান্ত কর্মকর্তারা।

মঙ্গলবার (২৩ অক্টোবর) প্রকাশিত সরকারি পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১৮ অর্থ বছরে প্রায় ৩ লাখ ৯৭ হাজার অভিবাসীকে সীমান্তে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সেপ্টেম্বর মাসে প্রায় ১৭ হাজার জনকে আটক করা হয়। যা গত মাসের তুলনায় ৩১ শতাংশ বেশি।

পরিসংখ্যান থেকে আরও জানা যায়, এদের মধ্যে ৪০ শতাংশই পরিবার বিচ্ছিন্ন কিংবা পরিবারের সাথে থাকা শিশু। ২০১২ সালে এর হার ছিলো ১০ শতাংশ।

এ ব্যাপারে মার্কিন অভিবাসন কর্মকর্তারা জানান, শুধু ৫ মে থেকে ৯ জুন পর্যন্ত ২ হাজার ২০৬ জন বাবা-মার কাছ থেকে ২ হাজার ৩৪২ জন শিশুকে বিচ্ছিন্ন করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স নীতি’র আওতায় অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে শুরু হওয়া আটক অভিযান ও মামলার জেরেই শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়। আইনের চোখে অপরাধী না হওয়ায় শিশুদেরকে আটক মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়।

ট্রাম্পের এই নীতির সমালোচনা করেন সাবেক ও বর্তমান ফার্স্ট লেডি, রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাসহ সাধারণ মার্কিনিরাও। তাছাড়া দেশের বাইরেও ক্যাথলিক ধর্মগুরু পোপ ও কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ অনেকেই সমালোচনা করেন।

উল্লেখ্য, ২০১৭ সালে অভিবাসী গ্রেফতারের সংখ্যা ছিলো ৩ লাখ ৪ হাজার। ২০১৭ সালে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তা কমে গেলেও গত বছর থেকে তা বাড়তে শুরু করে।

-এসএমএ

যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্ত,অভিবাসী আটক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close