• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

লায়ন এয়ারের কর্মকর্তা বরখাস্ত

প্রকাশ:  ০১ নভেম্বর ২০১৮, ১২:২১
আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার জাভা সমুদ্রে ১৮৯ জন আরোহীসহ বিধ্বস্ত হয়েছে লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইট। তারই জেরে এয়ারলাইন্সটির প্রযুক্তি বিষয়ক পরিচালক মুহাম্মদ আসিফসহ বেশ কয়েকজন টেকনিশিয়ানকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

লায়ন এয়ারের কর্তৃপক্ষ জানায়, বুধবার (৩১ অক্টোবর) দেশটির পরিবহনমন্ত্রীর নির্দেশেই তাদের বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে ইন্দোনেশীয় পরিবহনমন্ত্রী বুদি কারিয়া সুমাদি বলেন, আমরা ইতোমধ্যে লায়ন এয়ারলাইন্সের পরিচালকসহ বেশ কয়েকজন টেকনিশিয়ানকে বরখাস্ত করেছি। ঘটনাটির তদন্তের কাজ চলছে। নির্দোষ হলে তাকে অবশ্যই পুনরায় পদটিতে ফেরত আনা হবে।

এদিকে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জার্কাতার বন্দর অঞ্চলটি পরিদর্শন করেন।

উল্লেখ্য, সোমবার (২৯ অক্টোবর) লায়ন এয়ারের এই ফ্লাইটটি দুই নবজাতক, এক শিশু, দুই পাইলট এবং ছয়জন কেবিন ক্রুসহ ১৮৯ জন আরোহী নিয়ে পাংকল পিনংয়ের উদ্দেশে রওনা দিলে ১৩ মিনিট পর বিধ্বস্ত হয়ে সমুদ্রে পড়ে যায়। কর্তৃপক্ষ এবং উদ্ধারকর্মীদের ধারণা আরোহীদের কেউই বেঁচে নেই।

-এসএমএ

ইন্দোনেশিয়া,লায়ন এয়ার,কর্মকর্তাদের বরখাস্ত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close