• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার

প্রকাশ:  ০১ নভেম্বর ২০১৮, ১৬:০১
আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার জাভা সমুদ্রে ১৮৯ জন আরোহীসহ বিধ্বস্ত হয়েছে লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইট। বিধ্বস্ত হবার পর থেকেই উদ্ধার কর্মীরা তৎপরভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে আরোহীদের মরদেহের ছিন্নভিন্ন অংশ। এবার অক্ষত অবস্থাতেই উদ্ধার করা হয়েছে সেই বিমানের ‘ব্ল্যাক বক্স’।

বৃহস্পতিবার (১ নভেম্বর) উদ্ধারকারীরা ইন্দোনেশিয়ার উপকূলীয় সমুদ্রের তলদেশে বিধ্বস্ত হওয়া বিমানের ব্ল্যাক্স বক্সটি খুঁজে পান।

ব্ল্যাক বক্সে মূলত ফ্লাইটের তথ্য এবং ককপিটের ভয়েস দুই তথ্যই সংগৃহীত থাকে। তবে উদ্ধারকৃত বক্সে কোন তথ্য আছে তা এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ আশা করছে এর মাধ্যমেই জানা যাবে উড্ডয়নের ১৩ মিনিট পর বিমানটির কী হয়েছিল।

এ ব্যাপারে ব্ল্যাক বক্স উদ্ধারকারী ডুবুরি হেন্দ্রা জানান, আমরা সমুদ্রের তলদেশে কাঁদার নিচে অক্ষত অবস্থায় কমলা রঙের ব্ল্যাক বক্সটি পেয়েছি।

এদিকে ব্ল্যাক বক্স পাওয়া গেলেও বিমানের মূল ‘শরীর’ এখনও খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, সোমবার (২৯ অক্টোবর) লায়ন এয়ারের এই ফ্লাইটটি দুই নবজাতক, এক শিশু, দুই পাইলট এবং ছয়জন কেবিন ক্রুসহ ১৮৯ জন আরোহী নিয়ে পাংকল পিনংয়ের উদ্দেশে রওনা দিলে ১৩ মিনিট পর বিধ্বস্ত হয়ে সমুদ্রে পড়ে যায়। কর্তৃপক্ষ এবং উদ্ধারকর্মীদের ধারণা আরোহীদের কেউই বেঁচে নেই। তবে বিমানটি বিধ্বস্ত হবার কারন এখন পর্যন্ত জানা যায়নি।

-এসএমএ

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমান,ব্ল্যাক বক্স উদ্ধার,লায়ন এয়ার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close