• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ট্রাম্পের হুমকিতে অভিবাসীরা

প্রকাশ:  ০২ নভেম্বর ২০১৮, ১৬:১৯ | আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৬:২২
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মেক্সিকো সীমান্তে জড়ো হওয়া মধ্য আমেরিকা থেকে আসা অভিবাসীদের প্রয়োজনে গুলি করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১ নভেম্বর) হোয়াইট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জড়ো হওয়া অভিবাসীরা সীমান্তে থাকা পুলিশ ও সেনাদের দিকে সহিংসভাবে পাথর ছুড়ছে। তারা যদি এই কাজ করতে থাকে তার জবাবে সেনাদেরও নিজেদের রক্ষা করতে প্রয়োজনে গুলি করার অনুমতি দিয়েছি আমি।

সম্পর্কিত খবর

    ট্রাম্প আরও বলেন, রাজনৈতিক আশ্রয় দাবি করার নীতি থেকে যুক্তরাষ্ট্র সরে আসবে। আশ্রয় পেতে হলে প্রথমে সীমান্তের চেকপোস্টে এসে আনুষ্ঠানিকভাবে কাগজপত্র জমা দিতে হবে। তাছাড়া অবৈধ প্রবেশকারীদের আটক করে নিজ দেশে পাঠানো হবে।

    উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মেক্সিকো সীমান্তে জড়ো হয়েছেন মধ্য আমেরিকা থেকে আসা অভিবাসীরা। সেখানে প্রবেশে বাধা পেয়ে তারা পুলিশকে উদ্দেশ্য করে পাথর ছুড়তে থাকে। পড়ে পরিস্থিতি মোকাবেলায় সেখানে সেনা মোতায়েন করা হয়।

    -এসএমএ

    ট্রাম্পের হুমকিতে অভিবাসীরা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close