• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

পোশাক খুলে ছাত্রীদের স্যানিটারি প্যাড পরীক্ষা নিয়ে বিতর্ক

প্রকাশ:  ০৪ নভেম্বর ২০১৮, ১৬:১৭ | আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৬:২৫
আন্তর্জাতিক ডেস্ক

কে স্যানিটারি প্যাড পরে এসেছে আর কে পরেনি, তা দেখতে স্কুলের ছাত্রীদের পোশাক খুলিয়েছেন শিক্ষকরা। ভয়ে, লজ্জায় আর চিৎকার করে ওঠে ছাত্রীরা।

ভারতের পাঞ্জাবের ফাজিলকা জেলার কুন্দাল গ্রামে একটি সরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে দিনতিনেক আগে। সেই খবর রটে যাওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছে পাঞ্জাব সরকার।

মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ অভিযুক্ত ওই সরকারি শিক্ষকদের অন্যত্র বদলির নির্দেশ দিয়েছেন শনিবার (০৩ নভেম্বর)। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের শিক্ষা দফতরের সচিব কৃষণ কুমারকে।

তদন্ত শেষ করে তাকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। চূড়ান্ত রিপোর্ট নিয়ে রাজ্যের শিক্ষা দফতরের সচিবকে তার সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলতে বলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

সরকারি সূত্রের খবর, সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছনোর পর অভিযুক্তদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।

/অ-ভি

স্কুলছাত্রী,স্যানিটারি প্যাড,ভারত,পাঞ্জাব,পোশাক,পরীক্ষা,বিতর্ক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close