• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

শ্রীলঙ্কার সংসদে হাতাহাতি

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০১৮, ০১:০৯ | আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২৩:৩৩
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে অনাস্থা ভোটের একদিন পরেই শ্রীলঙ্কার সংসদে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দেশটির বহিষ্কার করা প্রধানমন্ত্রী রনিল বিক্রম সিংহের এমপিদের সঙ্গে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার নিযুক্ত নতুন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ সমর্থিত এমপিদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে। পার্লামেন্টের স্পিকার কারু জয়সুরিয়া বলেন, শ্রীলঙ্কার এখন কোনো প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা নেই।

সম্পর্কিত খবর

    গত ২৬ অক্টোবর রনিল বিক্রমাসিংহ প্রধানমন্ত্রীর বাসভবন না ছেড়ে জনপ্রিয়তার বিচার করতে একটি সংসদীয় নির্বাচন দিতে আহ্বান করেন। তখন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করে রাজাপাকসেকে স্থলাভিষিক্ত করেন। পরদিনই পার্লামেন্ট অধিবেশন স্থগিত করা হয়।

    এরপর থেকে শ্রীলঙ্কা রাজনৈতিক অস্থিরতার মধ্যে আছে। বুধবার (১৪ নভেম্বর) অনাস্থা ভোটে হেরে যান মাহিন্দা রাজাপক্ষ। স্পিকার সাধারণ নির্বাচনের প্রস্তাব সমর্থন করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানালে মাহিন্দা রাজাপক্ষর সমর্থক এমপিরা প্রতিদ্বন্দ্বি দলের এমপিদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

    এসময় অনেকে স্পিকারের দিকে পানির বোতল ছুড়ে মারেন। ৯ নভেম্বরে প্রেসিডেন্ট সিরিসেনা সংসদ ভেঙে দিয়ে আগামী ৫ জানুয়ারি নতুন করে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে বাতিল করে দেয়।

    এনই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close