• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‌শয়তানের ৩ অক্ষশক্তি ‘নেতানিয়াহু, বিন সালমান ও ট্রাম্প’

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০১৮, ১৭:৩৯ | আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৮:২৯
আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে শয়তানের তিন অক্ষশক্তি বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাঈম কাসেম।

তিনি বলেন, এই তিন ব্যক্তি মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বকে ধ্বংসের কাজে নেমেছেন এবং বিশ্বের যেখানেই কোনও সমস্যা তৈরির পিছনে এদের হাত রয়েছে।তবে সম্প্রতি তারা উপলব্ধি করতে পেরেছে যে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনকারীদের কাছে তাদের হারতে হবে।খবর আহলুল বায়াত নিউজ এজেন্সির।

হিজবুল্লাহর উপপ্রধান বলেন, ইয়েমেনে মোহাম্মদ বিন সালমান পরাজিত হয়েছেন। কারণ তিনি সাধারণ মানুষকে খুন করেছেন এবং তার কারণে ১২ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত দিন কাটাচ্ছে।অন্যদিকে, তিনি খাশোগি হত্যায় চরম সমস্যার মুখোমুখি হয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সম্পর্কে এই নেতা বলেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সব ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেও শেষপর্যন্ত কঠোর অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছেন।

অন্যদিকে, বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি গাজায় আগ্রাসন চালাতে গিয়ে প্রতিরোধ যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেন শেখ নাঈম কাসেম।

/এআইড

সৌদি যুবরাজ,ট্রাম্প,নেতানিয়াহু,লেবানন,হিজবুল্লাহ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close