• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বেইজিং সফরে কিম জং উন

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০১৯, ১৫:৩২
আর্ন্তজাতিক ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য বেইজিং সফরে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চীনা প্রেসিডেন্টের আমন্ত্রণে তিনি এ সফর করছেন।

আমেরিকা যদি উত্তর কোরিয়ার ওপর চাপ অব্যাহত রাখে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তাহলে তিনি বিকল্প পথ খুঁজবেন বলে হুঁশিয়ারি দেয়ার কয়েক দিন পর কিম জং উন তিনদিনের জন্য বেইজিং সফরে গেলেন।

মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা তার স্ত্রী রি সোল জু-কে সঙ্গে নিয়ে বেইজিং পৌঁছান। চীন ও উত্তর কোরিয়ার গণমাধ্যম এ খবর দিয়েছে।

তবে বুধবার (৯ জানুয়ারি) দিনের প্রথম দিকে উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছিল, সোমবার বিকেলে কিম তার স্ত্রী ও কূটনীতিকদের একটি প্রতিনিধিদল নিয়ে চীনের উদ্দেশ্যে রাজধানী পিয়ংইয়ং ছাড়েন। প্রতিনিধিদলে কিম ইয়ং চল রয়েছেন যিনি এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে নেতৃত্ব দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম খবর দিয়েছে যে, ভারী অস্ত্রে সজ্জিত একটি ট্রেন উত্তর কোরিয়ার সীমান্ত পেরিয়ে চীনে ঢুকেছে। সম্ভবত ওই ট্রেনে উত্তর কোরিয়ার কোনো শীর্ষ কর্মকর্তা রয়েছেন। ট্রেনটি সোমবার বিকেলে রওয়ানা করে আজ সকালে বেইজিং পৌঁছায়।

পিবিডি/রবিউল

চীন,শি জিনপিং,বেইজিং,উত্তর কোরিয়া,কিম জং উন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close