• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাংবাদিক হত্যায় যাবজ্জীবন রাম রহিমের

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০১৯, ১১:২৩
আন্তর্জাতিক ডেস্ক

জেলবন্দি রাম রহিমের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত। ২০০২ সালে সাংবাদিককে হত্যার ঘটনায় অভিযুক্ত ছিল সেই স্বঘোষিত গডম্যান।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ছিল এই মামলার শুনানি। এই ইমামলায় আরও তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এদিন তাদেরকেও যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের হরিয়ানার পাঁচকুলার বিশেষ আদালতে তাদের দোষী সাব্যস্ত করা হয়।

সম্পর্কিত খবর

    এদিন সকাল থেকেই এই শুনানির জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। ডেরা সাচা সৌদার সদর দফতরের আশপাশেও মোতায়েন করা হয়েছে কমান্ডো বাহিনী। পাঁচকুলা কোর্ট চত্বরে মোতায়েন করা হয় ৫০০ পুলিশকর্মী।

    ২০০২ সালে ‘পুরা সচ’ নামে এক পত্রিকায় এক ব্যক্তির চিঠি ছাপা হয়। তাতে লেখা হয়েছিল, রাম রহিমের আশ্রমে সাধ্বীরা নিয়মিত যৌন হেনস্থা ও ধর্ষণের শিকার হন। কয়েক মাস পরে ২৪ অক্টোবর ওই পত্রিকার সম্পাদক রামচন্দ্র ছত্রপতি সিরসায় নিজের বাড়ির কাছে গুলিবিদ্ধ হন। তিন সপ্তাহ বাদে তার মৃত্যু হয়।

    সিবিআই চার্জশিটে বলে, ডেরার কর্তা কিষেণলাল নিজের লাইসেন্সড রিভলভার ও একটি ওয়াকি টকি দিয়েছিলেন দুই খুনিকে। তাদের নাম কুলদীপ সিং ও নির্মল সিং।

    অন্যদিকে ২০১৭ সালের আগস্ট মাসে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হন ৫১ বছরের রাম রহিম। তারপরে হরিয়ানার পাঁচকুলা ও সিরসায় ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে। নিহত হন ৪০ জন। ডেরা থেকে গিয়ে রাম রহিমকে আটক করে পুলিশ। তারপর থেকে তিনি জেলেই রয়েছেন।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close