• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইতিবাচক সমাধানে অর্থপূর্ণ সংলাপের আহ্বান জাতিসংঘের (ভিডিও)

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০১৯, ১৫:১৮ | আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৫:২৪
আন্তর্জাতিক ডেস্ক

রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সমাধান পাওয়ার লক্ষে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অর্থপূর্ণ সংলাপে বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (১৮ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতিয়েরেসের মুখপাত্র এই আহ্বান জানান।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রর কাছে একজন সাংবাদিক প্রশ্ন করেন, গত ৩০ শে ডিসেম্বর বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়েছে। এই নির্বাচনে ভোট কারচুপি হয়েছে। ভীতি প্রদর্শন করা হয়েছে। এই নির্বাচন নিয়ে আপনার পর্যবেক্ষণ কি?

জাতিসংঘ মহাসচিবের পক্ষে তার মুখপাত্র বলেন, বাংলাদেশেল অবশ্যই নির্বাচন ‘পারফেক্ট’ ছিল না। তাই আমরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অর্থপূর্ণ একটি সংলাপের জন্য উৎসাহিত করি, যাতে যতটা সম্ভব বাংলাদেশের রাজনৈতিক জীবনে ইতিবাচক শৃঙ্খলা আনা যায়।


পিবিডি/মিশু

জাতিসংঘ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close