• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

উত্তর কোরিয়ার অঘোষিত ২০ ক্ষেপণাস্ত্র ঘাটি চালু রয়েছে

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৯, ২৩:৪৩
আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়ার অঘোষিত চালু অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ঘাটি রয়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সদর দফতরের দায়িত্ব পালন করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা সিএসআইএস।

সিএসআইএসের প্রতিবেদনে সিনো-রি ক্ষেপণাস্ত্র ঘাটি সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। ধারণা করা হয়, এটি ক্ষেপণাস্ত্র সদর দফতরের দায়িত্ব পালন করছে। দক্ষিণ কোরিয়া, জাপান এমনকি পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরের মার্কিন দ্বীপ গুয়ামসহ অন্যান্য দেশে হামলা-উপযোগী ক্ষেপণাস্ত্র উন্নয়নের কাজ এ কেন্দ্র করছে।

এ ঘাটিতে মধ্যপাল্লার নোদোং ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে উত্তর কোরিয়া। ১৮ বর্গ কিলোমিটার ঘাটিটি অসামরিকীকরণ অঞ্চলের ২১২ কিলোমিটার উত্তরে অবস্থিত।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে ফেব্রুয়ারি শেষ নাগাদ ট্রাম্প বৈঠকে বসতে পারেন বলে খবর প্রচারিত হওয়ার মাত্র তিন দিন পর এ প্রতিবেদন প্রকাশ করা হলো। গত বছর জুনে সিংগাপুরে কিম-ট্রাম্প প্রথম বৈঠক হয়েছিল।

পিবিডি/রবিউল

উত্তর কোরিয়া,ক্ষেপণাস্ত্র,সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close