• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

সেনাবাহিনীতে রুপান্তরকামীদের নিষিদ্ধ করলো ট্রাম্প

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০১৯, ১৩:২৬
আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন সেনাবাহিনীতে রুপান্তরকামীদের নিষিদ্ধ করার ট্রাম্পের সিদ্ধান্তের পক্ষে রায় দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। নিম্ন আদালত এই বিষয়ে ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে রায় দিলে সুপ্রিম কোর্টে আবেদন করে ট্রাম্প প্রশাসন। সোমবার আদালতে ৫-৪ ভোটে প্রশাসনের পক্ষে রায় দেয়। এর আগে ২০১৭ সালেই জুনে সেনাবাহিনীতে রুপান্তরকামীদের নিষিদ্ধ করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, সেনাবাহিনীকে হতে হবে অপ্রতিরোধ্য। একইসঙ্গে হতে হবে নিষ্পত্তিমূলক। তাই সেখানে রুপান্তরকামীদের থাকা চলবে না। এছাড়া তাদের জন্য চিকিৎসা খরচও অনেক বেড়ে যায়। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সেই নিষেধাজ্ঞাকে সংশোধন করেন। নতুন করে জারি করা আইনে বলা হয়, শুধুমাত্র ‘জেন্ডার দিসফোরিয়া রোগে আক্রান্ত’ জওয়ানরা বাহিনীতে থাকতে পারবেন। তাঁদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থারও আয়োজন করা হবে।

সম্পর্কিত খবর

    তবে এরপর দেশজুড়ে শুরু হয় বিরোধিতা। বেশ কয়েকজন বিচারক এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে আপিল করেন। এবার সুপ্রিম কোর্টও ট্রাম্পের নিষেধাজ্ঞার পক্ষে রায় দিলো।

    /এসএইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close