• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘যত নির্বাচন এগোবে, তত মারামারি বাড়বে’

প্রকাশ:  ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০০
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের পরিমাম। এমনই মন্তব্য রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসুর। তিনি বলেন, ওই এলাকায় গরুপাচার, মাটি মাফিয়া চক্র খুব বেশি পরিমাণে সক্রিয়। তারই ফল এই খুন।

রোববার (১০ ফেব্রুয়ারি) ভারতীয় পত্রিকা কলকাতাকে দেওয়া এক সাক্ষাতকারে সায়ন্তন বসু এসব কথা বলেন।

সম্পর্কিত খবর

    তিনি বলেন, যত নির্বাচনের সময় এগোবে, তত হিংসা, বখরা নিয়ে মারামারি হবে তৃণমূলের মধ্যে। ফলে এইরকম খুনের ঘটনা আরও বাড়বে।

    এদিন রাজ্য সরকারকে আইন শৃঙ্খলা ইস্যুতে একহাত নেন এই বিজেপি নেতা। তিনি বলেন, আমরা অনেকদিন ধরেই বলে আসছি, রাজ্যে আইন শৃঙ্খলা নেই। সুশাসন প্রতিষ্ঠা করতে সম্পূর্ণ ব্যর্থ রাজ্য সরকার।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close