• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ব্রেক্সিট ইস্যুতে ব্রিটেন ছাড়ছে বহু কম্পানি

প্রকাশ:  ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৯ | আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২১
আন্তর্জাতিক ডেস্ক

ব্রেক্সিট ইস্যুতে বহু কোম্পানি নিজেদের ব্যবসা ব্রিটেন থেকে গুটিয়ে নিচ্ছে। ২০১৮ সাল থেকে ৪০টিরও বেশি কোম্পানি তাদের ব্যবসা নেদারল্যান্ডে স্থানান্তর করেছে।

সম্পর্কিত খবর

    দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সরে যাওয়া ৪০টি কোম্পানির আওতায় প্রায় ২ হাজার চাকরির ব্যবস্থা রয়েছে। এসব কোম্পানির বিনিয়োগ রয়েছে প্রায় ৩৩০ মিলিয়ন ডলার। কোম্পানিগুলোর মধ্যে এশিয়া ও যুক্তরাষ্ট্রের কিছু কোম্পানি থাকলেও বেশিরভাগই ব্রিটিশ।

    কোম্পানিগুলোকে স্বাগত জানিয়ে নেদারল্যান্ডের অর্থমন্ত্রী এরিক উইবস বলেছেন, ব্রেক্সিট ইস্যুতে বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা এবং বাণিজ্য নীতির পরিবর্তনে সবার জন্য নেদারল্যান্ডের ব্যবসায়িক পরিবেশের গুরুত্ব ক্রমাগত বাড়ছে।

    সরে আসা কোম্পানিগুলোর তালিকায় রয়েছে জাপানি বিনিয়োগ ব্যাংক নরিনচুকিন, মিডিয়া কোম্পানি টিভিটি মিডিয়া, আর্থিক সেবা সরবরাহকারী মার্কেট এক্সেস ও আজিমো এবং সামুদ্রিক বীমা প্রদানকারী ইউকে পি অ্যান্ড আই ।

    পিবিডি/টিএইচ

    ব্রেক্সিট
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close