• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

জামাল খাশোগির লাশ কোথায় জানে না সৌদি আরব!

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৭
আন্তর্জাতিক ডেস্ক

নিহত সাংবাদিক জামাল খাশোগির দেহাবশেষ কোথায় আছে তা জানে না সৌদি আরব। তবে দেহাবশেষের সন্ধানে তদন্ত চলছে। রবিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবের এ তথ্য জানান।

২০১৮ সালে ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সাংবাদিক খাশোগি। এরপর সৌদি সরকার খাশোগি হত্যার দায় নিলেও এখন পর্যন্ত খাশোগির দেহাবশেষের সন্ধান মেলেনি।

সম্পর্কিত খবর

    সৌদি সরকারের শীর্ষ পর্যায়েরর কর্মকর্তারা রবিবার জানান, খাশোগি হত্যার পিছনে রয়েছেন সৌদি আরবের সরকারী কর্মীদের একাংশ। সৌদির দাবি, অভিযুক্ত কর্মীরা নিজেদের এক্তিয়ারের বাইরে গিয়ে এই অপরাধে শামিল হয়েছিলেন। ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে আটক করেছে সৌদি আরব প্রশাসন।

    বার্তা সংস্থা সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী জুবের বলেন, খাশোগির দেহাবশেষের অস্তিত্ব সম্পর্কে তাঁরা সম্পূর্ণ অজ্ঞ। তদন্তে ইস্তানবুল থেকে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ চাওয়া হলেও কিছু পাওয়া যায়নি বলে দাবি আল- জুবেরের।

    খাশোগির লাশের সন্ধান আমরা জানি না: সৌদি আরব আটককৃতরা খাশোগির দেহাবশেষের সন্ধান কেন জানায়নি এমন প্রশ্নের জবাবে জুবের বলেন, আমরা তদন্ত করছি। তিনি আরো বলেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি, তারা খাশোগির লাশ কি করেছে? আশা করছি আমরা মূল রহস্য উদঘাটন করবো। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

    /এসএইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close