• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

প্রতিমাসে ১শ’ মার্কিন সেনার আত্মহত্যা!

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৮
আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন সেনা বিষয়ক সংবাদ মাধ্যম মিলিটারি ডটকমের হিসাবে ২০১৮ সালের শেষ তিনমাসেই প্রায় তিনশ’ মার্কিন সেনা আত্মহত্যা করেছেন। অর্থাৎ প্রতিমাসে প্রায় ১শ’ জন।

মিলিটারি ডট কম জানিয়েছে প্রকাশ হওয়া ওই নথি বলছে, গত বছরের শেষ তিন মাসে ২৮৬ জন সেনা আত্মহত্যা করেছে। এর মধ্যে মেরিন ৫৭ জন, নাবিক ৬৮ জন, ৫৮ জন মার্কিন বিমান বাহিনী এবং ১০৩ জন সরাসরি মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

    প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ২০১২ সালে ফাঁস হওয়া একটি ত্রৈমাসিক হিসাবে বলা হয়, ওই সময় ৩২১ জন সেনা আত্মহত্যা করেছে। সামরিক বাহিনী প্রকৃত তথ্য প্রকাশ করলে এবারও সেনাদের আত্মহত্যার সংখ্যা সমান হবে কিংবা তা ছাড়িয়েও যেতে পারে। ওই বছর সেনাদের আত্মহত্যা ঠেকাতে নেয়া একটি গবেষণার জন্যই খরচ করা হয় ৩০ লাখ ডলার।

    জানা গেছে, আমেরিকার বহু প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা দফতর পেন্টাগন এই বিষয়ে সচেতনতামূলক নানা কর্মসূচি হাতে নিলেও আত্মহত্যার প্রবণতা ঠেকানো যাচ্ছে না। যা কিনা ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠেছে মার্কিন সেনাবাহিনীর কাছে।

    মার্কিন সামরিক বাহিনী সেনাদের আত্মহত্যার কোনো খবর প্রকাশ করে না। এ বিষয়ে করা প্রতিবেদনগুলো নিয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close