• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চলবে- ইরানে আত্মঘাতি হামলা ?

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৬
আন্তর্জাতিক ডেস্ক

আত্মঘাতী বোমা হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্যদের ২৭ সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৩ জন।

পাকিস্তানের সীমান্তসংলগ্ন ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের খাশ-জাহেদান সড়কে বহনকারী একটি বাসে এ হামলা চালানো হয় বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে সুন্নিপন্থিদের উগ্রবাদী সংগঠন জইস-ই-আদল।

১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পর পরই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করা হয়। ইরানের নিরাপত্তা, রাজনীতি ও অর্থনীতিতে এই বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে।

ইসলামী বিপ্লবী পদাতিক বাহিনীর কুদস ঘাঁটির এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বুধবার রাতে বাহিনীর সদস্যরা পাকিস্তানসংলগ্ন সীমান্ত থেকে টহল দিয়ে ফিরছিলেন। পথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি তাতে হামলা চালায়। তাতেই এই হতাহতের ঘটনা ঘটে।

ইরান বিবৃতিতে বলেছে, ‘আধিপত্যবাদী দেশগুলোর গোয়েন্দা বাহিনীর সহায়তার তাকফিরি সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।’ ইরানে ‘তাকফিরি’ বলতে তাদেরই বোঝানো হয়, যারা সুন্নি ধর্মমতপন্থি এবং অন্য মুসলিমদের ‘অ-বিশ্বাসী’ মনে করে।

পিবিডি/জিএম

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী,আত্মঘাতী বোমা হামলা,জইস-ই-আদল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close