• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভারতের বিভিন্ন অঞ্চলে কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর হামলা

প্রকাশ:  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৯
আন্তর্জাতিক ডেস্ক

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) এক সন্ত্রাসবাদী হামলায় ৪৪ জন সিআরপিএফ সৈন্য নিহত হওয়ার ঘটনায় এখন হুমকির নিশানায় কাশ্মীরিরা। হিন্দুত্ববাদী দলগুলোর হাতে ভারতের বিভিন্ন অঞ্চলে কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর হামলা ও হয়রানির ঘটনা ঘটেছে। ইতিমধ্যে হামলায় ৩৭ জন আহত হয়েছে।

দেশটির উত্তরখণ্ডের দেরাদুনে কাশ্মীরিদের বিশ্বাসঘাতক অ্যাখ্যা দিয়ে তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে শহর ছাড়তে বলা হয়েছে।

সম্পর্কিত খবর

    ভারতের দেরাদুনে বাজরাঙ্গ দল ও বিশ্ব হিন্দু পরিষদের হাতে ১২ কাশ্মীরি শিক্ষার্থীকে মারধরের ঘটনার একদিন পরে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। একদল উচ্ছৃঙ্খল ব্যক্তির আক্রমণের ভয়ে শিক্ষার্থীরা নিজেদেরকে হোস্টেল রুম ও ভাড়া বাড়ির ভেতরে আটকে রেখেছেন।

    শনিবার সন্ধ্যায় দেরাদুনে একদল উচ্ছৃঙ্খল জনতা চারদিক থেকে ঘিরে ফেলায় কশ্মীরি শিক্ষার্থীরা নিজেদের হোস্টেল রুমে আটকে ফেলে। ডলফিন ইন্সটিটিউটে প্রাণিবিদ্যায় এমএসসি’র শিক্ষার্থী ২৪ বছর বয়সী একজন তরুণী বলেন, আমরা ২০ জন নিজেদের হোস্টেলে বন্দী করে রেখেছি। শতশত মানুষ আমাদের হোস্টেল ঘিরে রেখেছে। অনেকের হাতে লাঠি ও পাথর রয়েছে। আমরা লাইট বন্ধ করে বসে আছি।

    এসব ঘটনার পর কেন্দ্রীয় সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এসব আক্রমণের প্রতিবাদে কাশ্মীরেও বনধ ডাকা হয়েছে।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close