• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ভারত হামলা করলে প্রতিশোধ নেবে পাকিস্তান, হুঁশিয়ারি ইমরানের

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১১ | আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৯
আন্তর্জাতিক ডেস্ক

পালওয়ামা হামলা নিয়ে সৃষ্ট উত্তেজনার চলাকালীন সময়েই কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ভারত হামলা চালালে প্রতিশোধ নেবে পাকিস্তান।

গত ১৪ই ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পালওয়ামা হামলার পর এ বিষয়ে প্রথম মুখ খুললেন ইমরান খান। ওই হামলায় ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফের কমপক্ষে ৪০ জওয়ান নিহত হন। এর দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ। ভারত এ জন্য দায়ী করছে পাকিস্তানকে। তবে এ দাবি প্রত্যাখ্যান করে ইমরান খান উপযুক্ত প্রমাণ চেয়েছেন।

তিনি বলেছেন, পালওয়ামা হামলায় পাকিস্তান জড়িত নয়। ভারতের আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই হামলা চালানো হয়েছে।

ইমরান খান আরও বলেন, পাকিস্তানে যদি আক্রমণ চালানো হয়, তাহলে পাকিস্তানও প্রতিশোধ নেবে।

এ সময় তিনি সমস্যা সমাধানে আলোচনার কথা উল্লেখ করেছেন বলে খবরে জানিয়েছে অনলাইন এনডিটিভি।

পিবিডি/ হাসনাত

ইমরান,পাকিস্তান,পালওয়ামা,হামলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close