• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

ভারতের সাথে উত্তেজনা নিরসনে জাতিসংঘের হস্তক্ষেপ চায় পাকিস্তান

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৪
আন্তর্জাতিক ডেস্ক
শাহ মাহমুদ কোরেশী

কাশ্মীরে জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে সোমবার (১৮ ফেব্রু.) এক চিঠি দিয়ে সহায়তা চেয়েছেন। খবর: টাইমস অফ ইন্ডিয়া।

চিঠিতে কোরেশী বলেছেন, ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে হুমকি দেয়ায় এ অঞ্চলের উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আপনার মনোযোগ আকর্ষণ করছি।

তিনি আরও লিখেছেন, ভারত কোন ধরনের তদন্ত ছাড়াই হাস্যকরভাবে পাকিস্তানকে দোষারোপ করছে। স্থানীয় রাজনীতির কারণে ভারত তার দাম্ভিকতাপূর্ণ বক্তব্য পাকিস্তানের দিকে ছুঁড়ে দিচ্ছে এবং উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করছে।

তবে ভারত কাশ্মীর সমস্যা নিরসনে তৃতীয় পক্ষের হস্তান্তর প্রত্যাখ্যান করেছে। এবং ভারত পাকিস্তানের মধ্যে সকল অমীমাংসিত বিষয় দ্বিপাক্ষিকভাবে সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে।

গত সপ্তাহে ভারত শাসিত জম্মু-কাশ্মীরে গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ৪০ জনের বেশি আধাসামরিক সেনা নিহতের ঘটনা উত্তেজনার আগুন আরও উসকে দেয়। যে হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ।

পাকিস্তান এ হামলায় নিজেদের সব রকম সম্পৃক্ততা অস্বীকার করেছে।

পিবিডি/ হাসনাত

শাহ মাহমুদ কোরেশী,পাকিস্তান,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close