• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ৬

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৭
মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় পেরাক প্রদেশের একটি কারাওকে সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক বাংলাদেশিসহ ৩ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বুধবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টার দিকে পেরাক প্রদেশের রাজধানী ইপোহ’র একটি আটতলা ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডটি ঘটার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় ফায়ার সার্ভিস বাহিনী সেখানে পৌঁছে যায়।

তারা অগ্নিকাণ্ডস্থল থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে তিন জন স্থানীয় ব্যক্তি, দু’জন ভিয়েতনামের নাগরিক ও একজন বাংলাদেশের নাগরিক রয়েছেন।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মালয়েশিয়ার দুই নাগরিক চে কিন (৩৬) ও লাউ ওয়াই হুং (৩৭) এবং ভিয়েতনামের নেগুয়েন থাই ডুং ও নিগুয়েন থাই থ্রাং।

তারা সবাই ঘন ধোঁয়ায় নিশ্বাস নিতে না পেরে মারা গেছেন বলে পেরাক ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক সায়ানি সায়দন জানিয়েছেন। তিনি আরো জানান, অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় সনাক্ত করা হচ্ছে।

অগ্নিকাণ্ডস্থলে এখনো বহু মানুষ আটকা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহতদের স্থানীয় রাজা পারমাসুরি বাইনুন হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

পিবিডি/এআইএস

মালয়েশিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close