• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

পাকিস্তান-ভারতের পর সৌদি প্রিন্স এবার চীনে

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৪
আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান ও ভারত সফরের পর সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান এখন চীন গেছেন।

দু’দিনের সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রিন্স সালমান।

সম্পর্কিত খবর

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সালমানের সঙ্গে আলোচনার বিষয়বস্তুতে বেইজিংয়ের সঙ্গে কাঙ্ক্ষিত বন্ধন তৈরি ও বিশ্বব্যাপী বাণিজ্য পরিকাঠামো উন্নয়নের ব্যাপারটি থাকবে। কারণ দু’দেশই তাদের মধ্যকার অর্থনৈতিক বন্ধন শক্তিশালী করতে চায়।

    চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৌদি শক্তি ও শিল্পমন্ত্রী খালিদ বিন আব্দুল আজিজ আল-ফালিহ বলেছেন, সৌদি আরবের প্রচুর মূলধন রয়েছে। যেগুলো বিনিয়োগের জন্য লাভজনক জায়গা খুঁজে বের করতে হবে।

    এসময় তিনি বলেন, বিনিয়োগের জন্য চীন উপযুক্ত জায়গা। কারণ এখানে বৃহৎ মার্কেট এবং উন্নয়নশীল পরিবেশ রয়েছে।

    এর আগে সোমবার (১৮ ফেব্রুয়ারি) পাকিস্তান সফরকালে দেশটির সঙ্গে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেন সৌদি বাদশাহীর প্রথম উত্তরাধিকারী।

    এরপর বুধবার (২০ ফেব্রুয়ারি) ভারত সফরে গিয়েছিলেন মোহাম্মাদ বিন সালমান।

    পিবিডি/টিএইচ

    সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close