• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পাকিস্তানের উচিত ভারতকে ধন্যবাদ দেওয়া: তসলিমা নাসরিন

প্রকাশ:  ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২৭
আন্তর্জাতিক ডেস্ক

বহু সময়েই ভারতে পাশে থাকতে দেখা গেছে বাংলাদেশি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি শিবির ভারতের ধ্বংস করার খবর জানাজানি হওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাচিত কলমের লেখিকা। এবারে যথারীতি জঙ্গি ঘাঁটি ধ্বংস করার জন্য ভারতের প্রশংসাই করতে দেখা গিয়েছে তাকে। খবর: কলকাতা২৪

তসলিমা নাসরিন টুইট করে জানান,পাকিস্তান তো বলেছিল জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবার তো তাহলে তাদের ভারতকে ধন্যবাদ জানান উচিত কারণ বালাকোটে জঙ্গিঘাটি গুড়িয়ে দিয়েছে বলে। জঙ্গিরা কোনও দেশের পক্ষেই ভালো নয়।

সম্পর্কিত খবর

    প্রসঙ্গত, ১২ দিন আগে পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণে উড়ে গিয়েছিল সিআরপিএফের একটা বাস। মুহূর্তের মধ্যেই ছিন্নভিন্ন হয়ে যায় ৪৪ জনের দেহ। সেই রক্তপাতের জবাব নেওয়ার জন্য গত কয়েকদিন ধরে ফুটছিল ভারত। অবশেষে ২৬ ফেব্রুয়ারি সকালে পাকিস্তানের সীমান্ত পেরিয়ে জঙ্গিদের ঘাঁটি বোমায় উড়িয়ে দিয়ে প্রতিশোধ নিয়েছে ভারতের বিমান বাহিনী।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close