• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইরান-ইরাক সম্পর্কে কেউ ফাটল ধরাতে পারবে না: রুহানি

প্রকাশ:  ১৭ মার্চ ২০১৯, ১৩:৫৯ | আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৪:০১
আন্তর্জাতিক ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, প্রতিবেশী ইরাকের সঙ্গে ইরানের সম্পর্ক এতটাই জোরালো যে, কেউ ফাটল ধরাতে পারবে না:

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় অর্থনৈতিক সমন্বয়ের সর্বোচ্চ পরিষদের বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানিসহ পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

    সাম্প্রতিক ইরাক সফরের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি ইরাকের সরকার ও জনগণের আতিথেয়তার প্রশংসা করেন। তিনি এ সফরকে অত্যন্ত ইতিবাচক আখ্যা দিয়ে বলেন, দু দেশের সম্পর্কের ক্ষেত্রে এ সফর টার্নিং পয়েন্ট হবে।

    বৈঠকে ইরানের স্বরাষ্ট্র এবং খনি ও বাণিজ্যমন্ত্রীরা তাদের মন্ত্রণালয়ের সদরদপ্তর সরিয়ে নেয়ার কাজের অগ্রগতির রিপোর্ট তুলে ধরেন। পাশাপাশি উৎপাদন বাড়ানোর পথে যেসব বাধা রয়েছে তা দূর করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার আহ্বান জানান। বৈঠকে অর্থমন্ত্রী ফরহাদ দেজপাসান্দ চীনের সঙ্গে ইরানের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেন। ইরান-চীন যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের আগে এ রিপোর্ট তুলে ধরলেন তিনি।

    /এসএইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close